5:29 am - Friday January 19, 2018

১৯ বছর পর একই ছবিতে শাহরুখ-কাজল-রানি

পর্দায় তাদের প্রেম-বিরহ এক সময় দারুণ উপভোগ করে দর্শক। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির পর তাদের আর এক সঙ্গে দেখা যায়নি। ১৯ বছর পর আবারও বড় পর্দায় একই ছবিতে তারা। বলিউডের এই তিন তারকা হলেন শাহরুখ খান, কাজল ও রানি।

আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে বামনের চরিত্র অভিনয় করছেন শাহরুখ খান। এ ছবিতেই অতিথি শিল্পী হয়ে হাজির হবেন কাজল ও রানি। করণ জোহরের ‘কভি আলবিদা না ক্যাহনা’ ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য ছিলেন কাজল।

জি-নিউজ বলছে, ১৯ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ-রানি-কাজলকে দারুণ পছন্দ করেন ভক্তরা। তাই আবারো তিনজন একসঙ্গে হচ্ছেন ‘জিরো’ ছবিতে। কেউ কেউ বলছেন, এটা কুছ কুছ হোতা হ্যায় টু।

ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। রানি, কাজল ছাড়াও ‘জিরো’তে দেখা যাবে কারিশ্মা কাপুর, শ্রীদেবী ও আলিয়া ভাটকে। ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মাও।


Filed in: বিনোদন
error: Content is protected !!