7:47 am - Tuesday January 16, 2018

বোনের বিয়ের পর হঠাৎ সাকিব কেন এত ফুরফুরে ?

ঢাকার সেনা মালঞ্চে গত বৃহস্পতিবার মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ছোট ভাই আলী আহমেদ মোল্লার ছেলে সাইফের সাথে জাকজমকভাবে বিয়ে হয়ে গেল সাকিব আল হাসানের বোন জান্নাতুল ফেরদৌস রিতুর। পাত্র লেখাপড়া শেষ করে বর্তমানে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।

ছবিতে দেখা যাচ্ছে বেশ ফুরফুরে আছেন সাকিব। ছবিতে এই দম্পতিকে বেশ লাগছে। অন্যদিকে এই দম্পতিকে একই ফ্রেমে দেখতে পেয়ে ভক্তরা আবেগাপ্লুত হয়ে নানা কমেন্ট করতে থাকেন।

এক ভক্ত তাদের সুন্দরের মুগ্ধ হয়ে লিখেছেন,‘যত দেখি ততো মুগ্ধ হই । আল্লাহ খুব ভালো রাখুক তোমাদের’। আরেক ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লা অনেক সুন্দর লাগছে’। আরেক ভক্ত এই দম্পতির প্রশংসা করে লিখেছেন, ‘বাংলাদেশের বেস্ট কাপল’।


Filed in: খেলাধুলা
error: Content is protected !!