11:34 am - Tuesday February 20, 2018

পতিতাদের চাপে বাড়ি ছাড়ছেন শহিদ!

বিয়ের পর মুম্বাইয়ের জুহুতে সমুদ্র তীরবর্তী একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে আসছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর ও স্ত্রী মিরা। কিন্তু বাড়িটি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন পদ্মাবত অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহিদের অ্যাপার্টমেন্টটি জুহুর তারা রোডে অবস্থিত। অনেক আগে থেকেই ওই রোডে পতিতাদের আনাগোনা। তবে এখন এর মাত্রা বেড়ে গেছে। এ অভিনেতার বাড়ি থেকে সমুদ্র সৈকত আধা কিলোমিটার দূরে অবস্থিত হলেও তার বাড়ির সামনেই নাকি অবস্থান করছে পতিতারা। বিষয়টি নিয়ে খুবই বিব্রত শহিদ।

এ প্রসঙ্গে শহীদ জানান, ‘কিছু সংখ্যক নির্দিষ্ট পতিতা সমুদ্রতীরে দাঁড়িয়ে থাকে, যা শহিদের বাগানের কাছেই। এটি খুবই বিব্রতকর এবং এর কোনো সমাধানও নেই। প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে।’

এদিকে এর সমাধান হিসেবে জুহু ছেড়ে মুম্বাইয়ের বাদ্রায় চলে যেতে চাইছেন শহিদ-মিরা। শোনা যাচ্ছে, রণবীর কাপুর যেখানে থাকেন সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাড়ি খুঁজছেন তারা।

3593


Filed in: বিনোদন