11:40 am - Tuesday February 20, 2018

সেই আলোচিত খান হেলাল নিহত !

ফেসবুকে উশৃঙ্খল নাচগান করে ভিডিওবার্তা আপলোড দিয়ে আলোচনায় আসা খান হেলাল গতকাল এক অতর্কিত হামলায় নিহত হয়েছেন ! সিলেটের একটা খালের পাশে তার লাশ পরে থাকতে দেখা গেছে।

জানা যায়, গতকাল দুপুরে ভাত খেয়ে বাসা থেকে বের হয়েছিলেন খান হেলাল। তারপর আর বাসায় ফেরেননি। পথেই এক ভদ্রলোকের পাশবিকতার শিকার হন তিনি।

ঘটনার হোতা ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, খান হেলালের উপর তিনি বিরক্ত ছিলেন। নিউজফিডে ঢুকলেই আবোল তাবোল পোস্ট দেখে মাথা ক্র্যাক হয়ে যেত। তিনি প্রায়ই এসব পোস্ট দেখে হেলালের বুকে আঘাত করতে চাইতেন। তাই সুযোগ পেয়ে আর হাতছাড়া করতে চাননি। জায়গা মত লাথিয়ে দিয়েছেন…

ময়নাতন্দ রিপোর্টে জানা গেছে, খান হেলালের অন্ডকোষে প্রায় সাতাত্তরটি লাথির চিহ্ন পাওয়া গেছে


Filed in: ক্রাইম ওয়ার্ল্ড